সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম

চাঁদপুর প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি ও অভিষেক উপলক্ষে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে প্রেস ক্লাব মাঠে দিনব্যাপী এ সমাবেশ হয়।

প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর’র সম্পাদক সাইফুল আলম।

অসম্প্রদায়িক একটি দেশ চেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শক্ত পুঁজির মাধ্যমে গণমাধ্যমকে দাঁড় করাতে হবে। আমি সেদিনের অপেক্ষায় আছি, যেদিন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে না। সাংবাদিকরা কোথাও বঞ্চিত হবেন না, আমরা সেরকম একটি দিনের অপেক্ষায় আছি। সাংবাদিকদের হতাশ হওয়ার কিছু নেই।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম

তিনি বলেন, আজকে নারী-পুরুষ একসঙ্গে কাজ করছেন। চাঁদপুরের সন্তানরা আজ বড় বড় মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন স্থানে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। চাঁদপুর প্রেস ক্লাব আমাদের অহংকার। দেশের মানুষ যখন নির্যাতিত ও বঞ্চিত হয়, সেই সময়েই মানুষ প্রেস ক্লাবের কাছে অধিকার আদায়ে ছুটে আসেন। অনেক কিছুর পরও আমরা এটি ধরে রেখেছি। এটা অনেক বড় ব্যাপার।

প্রেস ক্লাব সভাপতি আরও বলেন, বাংলাদেশ এখন গণমাধ্যমে বিস্তৃত। এখন প্রচুর টিভি, পত্রিকা, রেডিও, অনলাইন রয়েছে। সাংবাদিকদের নীতি নৈতিকতার কথা বলা হয়, আমরা কি সব কিছু নিয়ম মাফিক করি? এই প্রশ্ন নিয়েই আমাদের সামগ্রিকভাবে সব কিছু করতে হবে। স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা কি গণমাধ্যম পরিচালনা করতে পারছি? অর্থনীতি যদি নষ্ট হয়, চোরাকারবারিদের হয়, দুর্নীতিবাজদের হয়— তাহলে কীভাবে গণমাধ্যম বিকশিত হবে?

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার

বিশেষ অতিথির বক্তব্যে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ— এটি অনেক বড় একটি বিষয়। আমি চাঁদপুর প্রেস ক্লাবের দায়িত্বশীলদের একটি বিষয় বলতে চাই, আপনারা সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করুন; হোক সেটা অনলাইন, প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিকস মিডিয়া। আপনারা প্রশিক্ষণের আয়োজন করুন, আমি সব কিছুর ব্যবস্থা করব। চাঁদপুরের সাংবাদিকদের জন্য যা করার, আমি সবই করব।

সাংবাদিক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. মফিজুর রহমান বলেন, সাংবাদিকদের কলম খুব শক্তিশালী। সবকিছু নীতিমালার মধ্য থেকেই করতে হয়। সাংবাদিকতা কখনোই জনগণের বিপরীতে যেতে পারে না। সাংবাদিকতার গুরুত্ব সমাজকে আলোকিত করা, সমাজের মানুষের তথ্য চাহিদা পূরণ এবং মানুষের মধ্যে চেতনা তৈরি করাই কিন্তু সাংবাদিকতা।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মফিজুর রহমান 

সমাবেশে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান বলেন, চাঁদপুরের সাংবাদিকদের কর্মক্ষেত্রে অত্যন্ত সুনাম রয়েছে। আপনাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আপনাদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, জিএম শাহীন, বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, প্রতিষ্ঠাতা সদস্য সংকর চন্দ্র দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস প্রমুখ।

এমএসআর