৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
দীর্ঘ ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-ময়মনসিংহ রেলপথের ছয়সূতি এলাকায় রেলওয়ের যন্ত্রাংশবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওসব রুটে ট্রেন চলাচল।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনের বগির চাকা মেরামতের কাজ শেষ হলে দীর্ঘ ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজের জন্য ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যন্ত্রাংশ নেওয়া হচ্ছে। সকালে মালবাহী একটি ট্রেনে যন্ত্রাংশ ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি স্টেশনে নেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি ছয়সূতি এলাকা অতিক্রমের সময় এক বগির চার চাকা লাইনচ্যুত হয়।
বিজ্ঞাপন
এরপর থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধু এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্ব হয়।
ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম কামরুজ্জামান বলেন, মালবাহী ট্রেনের এক বগির চার চাকা ছিটকে পড়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত চার চাকা ও বগি উদ্ধার করা হয়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এএম