ধামরাইয়ে ১১ ইটভাটায় ৫২ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে ইটভাটা গুঁড়িয়ে দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত
ধামরাইয়ে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ১১ ইটভাটা মালিককে ৫২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থানের এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আমেনা ব্রিকসকে ২০ লাখ, আইরিন ব্রিকসকে ২ লাখ, লাকি ব্রিকসকে ৩ লাখ টাকাসহ পুরো ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া সুঁতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসকে ৫ লাখ টাকাসহ এআরএম ব্রিকসকে ৬ লাখ, এসবি ১ ও ২ ব্রিকসকে ২ লাখ, পদ্মা ব্রিকসকে ৬ লাখ, নুর ব্রিকসকে ১ লাখ, ফারুক ব্রিকসকে ১ লাখ ও হোসেন ব্রিকসকে ৬ লাখসহ মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এসব ভটার মধ্যে ৭টি ভাটা গুঁড়িয়ে দিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, ফাতেমাতুজ জহুরা, সিপিসি-২, র্যাব-৪ এর সদস্যসহ ঢাকা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এমএসআর