নাজমার সব কথা শুনে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আবু নঈম পাটওয়ারী দুলাল

দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নাজমার স্বামী বিয়ের কয়েক বছর পর তাকে ফেলে চলে যান। তার ঘরে দুই সন্তান। তাদের পড়ালেখার খরচ আর সংসারের খরচ চালাতে তাকে করতে হচ্ছে ভিক্ষা। নিজের কোনো জমি-ঘর না থাকায় দীর্ঘদিন ধরে ছেলে-মেয়েকে নিয়ে অন্যের ভাঙা করে বসবাস করতেন। বিষয়টি জানতে পেরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল তাকে একটি ঘর করে দেওয়ার দায়িত্ব নেন। দীর্ঘ প্রতীক্ষার পর ঘর পেয়ে এখন মহাখুশি অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নাজমা বেগম। 

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহমান মাঝির (কুলুমাঝির) মেয়ে নাজমা। নাজমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আর মেয়ে পড়ে পঞ্চম শ্রেণিতে।

জানা গেছে, একটু মাথা গোঁজার জন্য অনেকের কাছে ছুটে গেলেও কারও কাছেই কোনো আশ্বাস পাননি। নাজমা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে গেলে তিনি হয়তো ঘর নির্মাণ করে দিতে পারেন। সে মোতাবেক নাজমা তার বাসায় যান। অবশেষে নাজমার সব কথা শুনে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সাধারণ সম্পাদক।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল বলেন, চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভিক্ষুক নাজমার কথা শুনে আমাদের খোঁজখবর নিতে পাঠানো হয়। আমরা সব খোঁজ নিয়ে জানতে পারি নাজমা খুবই অসহায়। তিনি ভিক্ষা করে ছেলে-মেয়ের পড়ালেখার খরচ চালান। ঘর করে দেওয়ার জন্য নাজমার এক মামা নাজমাকে জমি দিতে রাজি হন। তারপরই ঘর নির্মাণকাজ শুরু হয়।

নামজা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমি ভিক্ষা করেই সংসার চালাই। ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় থাকতাম। তাদের মানুষ করতে স্কুলেও ভর্তি করাই। কিন্তু নিজের থাকার জায়গা নেই বলে খুব কষ্ট হতো। এলাকাবাসীর মাধ্যমে জানতে পারলাম, আবু নঈম পাটওয়ারী দুলাল মানুষকে সহযোগিতা করেন। তখন তার কাছে ছুটে গেলাম।

ঘর পেয়ে উচ্ছ্বসিত নাজমা বেগম বলেন, আমি অন্ধ বলে আমার স্বামী আমাকে ফেলে চলে গিয়েছে। অন্ধ হয়েও ভিক্ষা করে চলছি। দুলাল সাহেবে আমার কথা শুনে ঘর করে দিয়েছেন। আমি অনেক খুশি। আমার স্বপ্নের নতুন ঠিকানা হয়েছে। এতদিন অন্যের ঘরে থাকতাম। আজ নিজের ঘর আছে। আমি অনেক খুশি হয়েছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ঢাকা পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলার মাটিতে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না। নেত্রীর নির্দেশক্রমে প্রত্যেক অসহায় মানুষের পাশে সার্বক্ষণিক আমরা চাঁদপুর জেলা আওয়ামী লীগ আছি এবং থাকব। তারই আলোকে এক অসহায় অন্ধ নাজমাকে একটি নতুন ঘর করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে সেই নতুন ঘরটি সরেজমিনে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ ছাড়া এই ঘর করার কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে একের পর এক আমরা সব অসহায় মানুষের পাশে দাঁড়াব।

শরীফুল ইসলাম/এনএ