টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি
টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনিশ্চিত হয়ে পড়ছে শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা। দ্রুত স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতেই এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তারা আরও জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিজিৎ ঘোষ/এসপি
বিজ্ঞাপন