ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কক্সবাজারে হচ্ছে থেমে থেমে বৃষ্টি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। কক্সবাজার সৈকতের কাছে সমুদ্রে বড় বড় ঢেউ সৃষ্টি হতে দেখা গেছে। একই সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে গোটা জেলায়। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।

এদিকে ইয়াসের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, উপকূলের ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার। যা ঝোড়ো ও দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ২ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। তবে মাছ ধরা বন্ধের কারণে আগে থেকেই উপকূলের দিকে অবস্থান করছে ট্রলারগুলো।

এমএসআর/জেএস