নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আলোচিত করোনাযোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। 

মঙ্গলবার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানা শ্রেশি-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাফরুল্লাহ খান চেঙ্গিস। 

মানববন্ধনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বোরহান সরকার বলেন, করোনাকালে যখন মা ছেলেকে চিনতো না, ছেলে বাবাকে চিনতো না তখন এই খোরশেদ করোনা রোগীদের আপনজন হয়ে তাদের জন্য কাজ করেছেন। আজকে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি মামলার বাদী জনৈক শিউলিকে বলতে চাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন। নয়তো মানুষ আপনাকে প্রত্যাহার করবে। আমি যতদূর জানি আপনি ইতোমধ্যে ৫টি বিয়ে করেছেন। আপনি আপনার আরেক স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়েছেন। 

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, খোরশেদের মত একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে যেই খেলা চলছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কুচক্রী মহল জড়িত। আমরা প্রতিদিনই পত্রিকায় নারী নির্যাতনের খবর দেখি, রুখে দাঁড়াই। আজকে আমি সকলকে অনুরোধ করবো আমাদের পুরুষ নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। এরুপ নারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। 

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস বলেন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তাতে শুধু সেই নারী জড়িত নয়, শুধু তাকে আমরা অপবাদ দেব না। অতীতেও একটি মহল তৈমুর-খোরশেদের সুনামকে নষ্ট করতে চেয়েছে। 

মানববন্ধনের সভাপতি জাফরুল্লাহ খান চেঙ্গিস বলেন, খোরশেদ আলম খন্দকার কোনো আওয়ামী লীগ-বিএনপির নয়, খোরশেদ নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের। খোরশেদ মৃত্যুকে জয় করে সাধারণ জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তার জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে আমরাও রাজপথে থাকবো।

প্রসঙ্গত,  রোববার (১৬ মে) রাতে নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি (৪০) নামে এক নারী। তিনি নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করেন। 

রাজু আহমেদ/আরএআর