পেঁয়াজ ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা!
সাঁথিয়ায় পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের কৃষক চেনিলালের ৩০ বিঘা জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, আফড়া গ্রামের চিনিলাল, কাজীলাল, সানোয়ার ও আনোয়ার চার ভাই মিলে মঙ্গলগ্রাম মৌজায় তাদের ৮০ শতক জমিতে বীজতলা তৈরি করেন। সেখানে ভালভাবেই পেঁয়াজের দানা হয়েছিল। কিন্তু ৪/৫ দিন পর পেঁয়াজের দানা মারা যাওয়ায় তারা বুঝতে পারে বীজতলায় কেউ আগাছানাশক বিষ প্রয়োগ করেছে। তাদের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে বীজতলায় আগাছানাশক বিষ প্রয়োগ করেছে কেউ যা তারা বুঝতে পারেনি।
বিজ্ঞাপন
অভিযোগে আরও বলা হয়, ওই দানা নিয়ে যখন জমিতে বপন করতে যায় তখন বুঝা যায়নি। দানা বপনের কয়েকদিন পরও যখন দেখা গেল দানা জমিতে লাগেনি তখন বিষয়টি বুঝতে পারে।
সরেজমিনে সোমবার বিকেলে আফড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, বীজতলায় কিছু দানা আছে তবে তা মারা গেছে। পরে মাঠের মধ্যে গিয়ে দেখা যায়, পেঁয়াজের দানার গোড়ার অংশ পচা ও আগা মরা।
বিজ্ঞাপন
আফড়া গ্রামের কৃষক মালু, ইজাই, আবুসহ বেশ কয়েকজন বলেন, চেনিলালের কাছ থেকে পেঁয়াজের দানা কিনে জমিতে বপন করেছি। আমাদের সব দানা পঁচে মরে গেছে। তারা আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলাম। আমাদের সব শেষ হয়ে গেল। কিভাবে যে এই ঋণ শোধ করব তা আল্লাহই ভাল জানে।
এ ঘটনায় চেনিলাল বাদী হয়ে সাঁথিয়া থানায় সোমবার (৪ জানুয়ারি) সন্ধায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বীজতলার মালিক চেনিলাল বলেন, বড় স্বপ্ন নিয়ে পেঁয়াজের বীজতলা করেছিলাম। দানা সুন্দরও হয়েছিল। ভাল দানা দেখে অনেকেই আমার থেকে কিনে নিয়েছিল। তারাও ক্ষতিগ্রস্ত হল আমরাও শেষ হয়ে গেলাম । আমার এতো বড় সর্বনাশ কে করল। আল্লাহ তুমি এর বিচার করো।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার গোস্বামী বলেন, আমার সুপাভাইজার খবর পেয়ে ওই জমি থেকে কিছু দানা নিয়ে এসেছে। দানা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগাছানাশক কোনো বিষ দেয়া হয়েছে। তবে ল্যাবে নিয়ে পরীক্ষা করলে সঠিক তথ্য জানা যাবে।
এসপি