অস্ত্রের মুখে ৪০ হাজার টাকা ছিনতাই, আটক ২
আটক দুই ছিনতাইকারী
সাভারে অস্ত্রের মুখে ৪০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ধারালো ছুরি ও ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক সাব্বির নামে আরও একজনকে ধরতে পুলিশের অভিযান চলছে।
এর আগে সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে শাহ্ সিমেন্টের গাড়ি চালকের ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
বিজ্ঞাপন
আটকরা হলেন- সাভার পৌরসভার বাড্ডা এলাকার শফি আহমেদের ছেলে রবিউল ইসলাম রুবেল (২৬) ও ধামরাই উপজেলার আরিফ হোসেনের ছেলে শাকিল হোসেন (২০)। শাকিল সাভারের সবুজবাগ এলাকায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন।
পুলিশ জানায়, মানিকগঞ্জে সিমেন্ট সরবরাহ করে শাহ্ সিমেন্টের একটি বড় কাভার্ডভ্যান সাভারের রেডিও কলোনী এলাকায় এসে থামে। পরে এর চালক ও হেলপার একটি দোকানে চা পান করে আবার গাড়িতে ওঠার সময় ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের তিন সদস্য তাদের সঙ্গেই গাড়িতে ওঠে। এ সময় হেলপার ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে সিমেন্ট বিক্রি করা ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীর সহায়তায় চালক ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলেই ডিউটিরত সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ইমরান তাদের ধাওয়া করে আটক করে। এ ঘটনায় চালক মামলা করলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক সাব্বিরকে ধরতে অভিযান চলছে।
আরএআর