ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত দুই দিনে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আরিচা ফেরিঘাটের পন্টুনের র‌্যাম পানির নিচে ডুবে গেছে। এতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা-কাজিরহাট নৌপথের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নদীর পানি বৃদ্ধি পাওয়াতে বারবার ঘাট পন্টুনেরর র‌্যাম পানিতে ডুবে যাচ্ছে। আবার তা টেনে তুলে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হচ্ছে। ফলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌরুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা ফেরিঘাটে এলাকার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা-কাজিরহাট নৌপথের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত দুই দিনে ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে আরিচা ফেরিঘাটে পন্টুনের র‌্যাম পানির নিচে ডুবে যায়। পরে পন্টুনের র‌্যাম পানির ওপরে তুলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। 

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পানি বৃদ্ধি পাওয়ায় ঘাটের পন্টুন আবারও পানিতে ডুবে যায়। এ কারণে নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাট পন্টুনের র‌্যাম মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

সোহেল হোসেন/ওএফ