গাবতলী উপজেলার সাবেকপাড়া শাখা রূপালী ব্যাংক

বগুড়ার গাবতলী উপজেলার সাবেকপাড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, গাবতলী উপজেলার শেষ সীমানা পীরগাছা বাজার এলাকার সাবেক পাড়ায় রূপালী ব্যাংকে ভোর ৫টার দিকে দুইজন মুখোশধারী ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। ব্যাংকের ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে তারা ব্যাংকে প্রবেশ করে। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান। ডাকাতরা ব্যাংকের লোহার কলাবসিবল গেট কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আনসার সদস্যরা দেন। এ সময় ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। আনসার সদস্যরা চিৎকার  দিলে ডাকাতরা পালিয়ে যায়।

গাবতলী রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন জানান, মুখোশ পরা দুই ব্যক্তি ব্যাংকে ডাকাতির চেষ্টা করে এবং আনসার সদস্যদের ওপর হামলা চালায়। তবে তারা ভোল্ট ভাঙার চেষ্টা করলেও পারেনি। 

বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন জানান, সাবেকপাড়ায় রূপালী ব্যাংক একটি ভাড়া বাসায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্যাংকের সিসি টিভি ফুটেজে দেখা যায়- ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরা দুজন ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসাররা তাদের বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে। আহতরা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ব্যাংকের কোনো ক্ষতি ডাকাতরা করতে পারেনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরএআর