উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবি
খুলনাঞ্চলের উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
খুলনাঞ্চলের উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন। প্রতিবছর কোটি কোটি টাকা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয় না। ফলে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে বক্তারা বলেন, উপকূলের লাখ লাখ মানুষ আজ আপনার উদ্যোগের দিকে তাকিয়ে আছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করুন। এতে শুধু পর্যটনশিল্প নয়, উপকূলের মানুষের জীবনমানও উন্নত হবে।
দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ গাইন।
এ সময় বক্তব্য রাখেন আমরা খুলনাবাসীর আহ্বায়ক মাহাবুবুর রহমান খোকন, খুলনা ব্লাড ব্যাংকের উপদেষ্টা জিয়াউর রহমান স্বাধীন, কমলেশ বাছাড়, সালাউদ্দিন শান্নু, তারিকুজ্জামান, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জিএম মহিউদ্দিন, উন্নয়নকর্মী নুরুর রহমান বাচ্চু, আবু হানিফ, মীর লিটন হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
মানববন্ধনে আমরা খুলনাবাসী, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি, উপকূল উন্নয়ন ভাবনা, হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি, জাতীয় সমাজকল্যাণ পরিষদসহ একাধিক সংগঠন অংশগ্রহণ করে।
মোহাম্মদ মিলন/এমএসআর