জাজিরায় ট্রলারডুবি : এখনও নিখোঁজ তিনজন
ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। জাজিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। নৌপুলিশ মাঝিরঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মৃদুল চন্দ্র কাপালিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ রয়েছে ইমাম হোসেন (২৫), রমজান (৬) ও এক মেয়ে শিশু। তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। শুক্রবার (২৮ মে) দুপুর ১২টার পর থেকে বিআইডব্লিউটিএ’র নির্দেশে মাঝিকান্দি ঘাট থেকে নৌযান চলাচল শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
নৌপুলিশ মাঝিরঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মৃদুল চন্দ্র কাপালিক ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮ থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও অব্যাহত রয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ থাকা চারজনের মধ্যে ট্রলারচালক সাঁতরে তীরে উঠে আত্মগোপনে রয়েছেন। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে গত মঙ্গলবার থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে পালেরচরঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার শিমুলিয়ার দিকে যাচ্ছিল। পথে পৌলান মোল্লাকান্দি এলাকায় গেলে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিভিন্ন নৌযান দিয়ে ১০ জনকে উদ্ধার করে। এর মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর অন্যদের উদ্ধারের জন্য নৌপুলিশ অভিযান অব্যাহত রাখে। সন্ধ্যা ৭টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর