চাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল একজনের
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শুক্রবার (২৮ মে) বিকেলে চাঁদপুর-লাকসাম রেলপথের এনায়েতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জাহিদ ও সালেহ আহম্মদ জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর-হাটিলা এলাকা অতিক্রমের সময় রেললাইনে বসে থাকা জহিরুল ইসলাম ধাক্কা খেয়ে মারাত্মক আহত হন। এর কিছুক্ষণ পর সেখানেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
মৃত জহিরের ছোট ভাই শফিকুল ইসলাম জানায়, ভাই জহিরুল দীর্ঘ দিন ধরে অসুস্থ ও মানসিক প্রতিবন্ধী। বিকেলে তিনি রেললাইনে হাঁটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান,খবর আসলে আমরা রেলওয়ে পুলিশকে অবগত করি। রেলওয়ে পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর