সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঠিকানা হারিয়ে ফেলা শিশুর বাবা মায়ের সন্ধান চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে পাঁচ বছর বয়সী একটি শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফেরাতে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় শিশুটিকে নিয়ে আসেন এক ভদ্রলোক। শিশুটির বয়স আনুমানিক ৫ বছর। তবে সে নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। পরে থানা পুলিশ সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামানকে খবর দেন।

ইমরান মাজহার (Imran Mazhar) নামে ফেসবুক আইডিতে দেওয়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- আজ (রোববার) বেলা ১১টায় সাভার মডেল থানায় ছবির শিশুটিকে নিয়ে আসেন এক ভদ্রলোক। শিশুটির বয়স আনুমানিক ৫ বছর। শিশুটি নাম-ঠিকানা কিছু বলতে পারে না। বর্তমানে শিশুটি সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে আছে। কেউ চিনে থাকলে ০১৭০৮৪১৪৮৪৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

এ ব্যাপারে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা শিশুটির অভিভাবকের খোঁজ করছি। আপাতত শিশুটি ভাকুর্তার এনজিও ব্যুরো ও মহিলাবিষয়ক অধিদফতরের নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে কয়েক দিনের জন্য রাখা হয়েছে। অভিভাবকের খোঁজ পেলে যাচাই-বাছাই করে তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ভাগ্যক্রমে অভিভাবক পাওয়া না গেলে, সরকারি প্রতিষ্ঠান শিশু পরিবার বা এতিমখানায় দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইউএনও স্যার সহযোগিতা করছেন। এ ব্যাপারে তিনি আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক নজর রাখছেন।

মাহিদুল মাহিদ/এসপি