নিহত শিহাব উদ্দিন বাবু

রোববার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন বাবুকে (৩০)। এ হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলা দ্বন্দ্বকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে সাবরুল বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একাধিক গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। গত বছর রমজান মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খুন হন মালয়েশিয়া প্রবাসী আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ হত্যা মামলায় আসামি ছিলেন নিহত শিহাব উদ্দিন বাবু।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাবরুল বাজারে শিহাব উদ্দিন বাবুর ৫-৬টি মাছের আড়ত রয়েছে। তিনি এলাকায় মাছের ব্যবসা করতেন। প্রবাসী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় শিহাব জামিনে ছিলেন। দীর্ঘ দিন থেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল একটি চক্র। তাই তিনি সচরাচর একা চলাফেরা করতেন না। রোববার (৩০ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর স্ত্রীর জন্য ডাব কিনতে বাজারে যান। ডাব কিনে বাজারের পাশে পাকা রাস্তায় একটি দোকানে মোবাইল রিচার্জ করতে গেলে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে খুন হন প্রবাসী আবু বক্কর। ওই মামলার আসামি ছিলেন শিহাব। বর্তমানে তিনি জামিনে ছিলেন। তিনি সাধারণত এলাকায় একা চলাফেরা করতেন না। সঙ্গীদের নিয়েই চলাফেরা করতেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন বলেন, শিহাব দলের নিবেদিত কর্মী ছিলেন। তাকে যারাই হত্যা করুক না কেন তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, শিহাব উদ্দিন বাবুর বাজারে মাছের আড়ত ছিল। তিনি স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমবার হোসেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, শিহাব উদ্দিন বাবুকে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সাখাওয়াত হোসেন জনি/এসকেডি