জয়পুরহাটের ক্ষেতলালে করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্ষেতলাল উপজেলার আলমপুর সুহলী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। 

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ মে আব্দুর রাজ্জাকের নমুনা সংগ্রহ করা হয়। এতে তার করোনা পজিটিভ আসে। তাকে হাসপাতালে চিকিৎসা নিতে বললে তিনি না নিয়ে বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। সেখানেই রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

সিভিল সার্জন আরও বলেন, জয়পুরহাটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট ১৫ হাজার ১৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৫ জনের এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালের করোনা ইউনিটে এবং বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

চম্পক কুমার/এসপি