কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে একটি চিংড়ি ঘেরে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে রেখেছে পুলিশ।

রোববার (৩০ মে) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দে।

তিনি বলেন, পিএমখালীর একটি চিংড়ি ঘেরে বোমা থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টিম। সেখানে গিয়ে তারা বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। বস্তুটির ওজন প্রায় ১০ কেজি হবে। ধারণা করা হচ্ছে, এটি অনেক পুরনো।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন সিকদার বলেন, রাতে মাছ ধরার সময় চিংড়ি ঘেরের বাঁধের পাশে এ বস্তুটি দেখতে পান শ্রমিকরা। তারপর পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল চিহ্নিত করে রেখেছে। বোমা নিষ্ক্রিয়করণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে বাকি করণীয় ঠিক করবেন।

মুহিববুল্লাহ মুহিব/এসকেডি