রাতভর বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৩১ মে) গভীর রাত থেকে মঙ্গলবার (১ জুন) পর্যন্ত অবিরাম বৃষ্টিতে সড়কে জমে যায় পানি।

এদিকে মহাসড়ক সংস্কারে বিআরটি প্রজেক্টের কাজ চলায় বড় বড় গর্ত, খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ওই মহাসড়কে সাবধানে ও ধীরে ধীরে গাড়ি চলতে গিয়ে সকাল থেকে শুরু হয়েছে দীর্ঘ যানজট।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও টঙ্গীর এলাকায় সড়কের ওপর প্রায় হাঁটু পানি জমে গেছে। ওই সব রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে আধ ঘণ্টার ওপর। এতে দুর্ভোগে পড়েছে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ।

শিহাব খান/এনএ