কাজী নাহিদ রসুল

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল। সোমবার (৩১ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

বর্তমান জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা হিসেবে বদলি করা হয়েছে।

জানা গেছে, কাজী নাহিদ রসুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের সাবেক ঢাকা জেলা দায়রা জজ, জনাব কাজী গোলাম রসুলের দ্বিতীয় মেয়ে।

এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হলো।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মুন্সিগঞ্জসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ব.ম শামীম/এনএ