পাবনার নতুন ডিসি বিশ্বাস রাসেল
বিশ্বাস রাসেল হোসেন
পাবনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বিশ্বাস রাসেল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।
আর বর্তমান জেলা প্রশাসক কবীর মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞাপন
এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হলো।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে পাবনাসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/এনএ