মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ। সোমবার (৩১ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগের জন্য মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হলো।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মানিকগঞ্জসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোহেল হোসেন/এনএ