মোহাম্মদ কামাল হোসেন

পটুয়াখালীতে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ কামাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীকে জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

মোহাম্মদ কামাল হোসেন পটুয়াখালী জেলার ৩২তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা-০২ শাখায় উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে পটুয়াখালীসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ