পঞ্চগড়ে আইডিয়াল ক্লিনিক সিলগালা
চিকিৎসাসেবার নামে জনগণের সঙ্গে প্রতারণার দায়ে পঞ্চগড়ের আইডিয়াল ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে শহরের তেঁতুলিয়া রোড ডোকরোপাড়া এলাকায় আইডিয়াল ক্লিনিকের মালিক জাহিদ হোসেনকে এ জরিমানা প্রদানের নির্দেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের আইডিয়াল ক্লিনিকে অভিযান পরিচালনা করা হলে এর মালিক জাহিদ হোসেন ক্লিনিকের লাইসেন্স, প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেখাতে ব্যর্থ হন। ক্লিনিকে সার্বক্ষণিক একজন মেডিকেল অফিসার থাকার কথা, কিন্তু সেখানে তাও ছিল না। ফলে ক্লিনিকের মালিক জাহিদ হোসেনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাবতীয় মালামাল জব্দ করে ক্লিনিকটি সাময়িকভাবে সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. আত্হার সিদ্দিকী, সদর থানার উপপরিদর্শক মো. শামসুজ্জোহা সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় শহরের আইডিয়াল ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স, প্রশিক্ষিত-দক্ষ জনবল এবং সার্বক্ষণিক মেডিকেল অফিসার না থাকায় ও জনগণের সঙ্গে চিকিৎসাসেবার নামে প্রতারণা করার দায়ে ক্লিনিকের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে ক্লিনিক পরিচালনাকারীদের আইনের আওতায় আনতে তালিকা তৈরি করা হয়েছে। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
রনি মিয়াজী/আরএআর