স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে হামলা চালিয়ে পান্না (৩২) নামে এক গৃহবধূকে মারধর করে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মিলন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে গুরুদাসপুর উপজেলার বাজার-সংলগ্ন শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত পান্না ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। আহত গৃহবধূর দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গেছে। তিনি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন।
বিজ্ঞাপন
গৃহবধূ পান্না বলেন, নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারধর করে শরীরে অ্যাসিড নিক্ষেপ করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে মিলন বাহিনী। মিলন (৩৫) পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়ার কাঠ ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, মিলনের বড় ভাই এমদাদুল হককে আটক করা হয়েছে। মিলন ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তাপস কুমার/এমএসআর