ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মিছিলের আয়োজন করেছিল ছাত্রদল। তবে পুলিশি বাধার মুখে অবশেষে তা পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে জেলা ছাত্রদলের ব্যানারে নগরীর সদর রোডে মিছিল করতে চাইলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, মিছিল বের করার সময় অশ্বিনী কুমার হলের সামনেই পুলিশ বাধা দেয়। এরপর ব্যানার টেনে নেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। তবে বেলা সোয়া ১২টার দিকে অক্সফোর্ড মিশন রোডের সামনে থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল বের হয়ে আদম আলী হাজীর গলির মুখে গিয়ে শেষ হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, মিছিলের জন্য প্রশাসনের কাছ থেকে তারা অনুমতি নেননি। তাছাড়া শহরের শান্তিশৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন আশঙ্কায় মিছিল নিয়ে তাদের সদর রোডে নামতে দেওয়া হয়নি।

সৈয়দ মেহেদী হাসান/এসকেডি