ধরলা ব্রিজ এলাকায় যুবকের ওপর হামলা
কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় রাতের অন্ধকারে ফুলবাবু (১৯) নামে এক যুবকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে ব্রিজের পূর্ব পাশে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে এ ঘটনা ঘটে। আহত ফুলবাবু উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের পাষান আলীর ছেলে।
বিজ্ঞাপন
ধরলা ব্রিজ এলাকার আরিফুর ইসলাম বলেন, নদী রক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়ায় সময় চিৎকারের শব্দ পাই। দৌড়ে সামনে গিয়ে দেখি একজন বলছে, আমার গলা কেটেছে। পরে স্থানীয়দের ডেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে। আমরা বিষয়টি দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
জুয়েল রানা/এমএইচএস