বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (০৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা পথচারী ছবিরন নেসা (৫৫) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা প্রাইভেটকারচালক মো. জাহিদ (৪২)।
বিজ্ঞাপন
এ ঘটনায় প্রাইভেটকারের মালিক মো. জাহাঙ্গীর আহত হয়েছেন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে দুই দিক থেকে যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ এসে যানজট নিরসন করে।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, দুর্ঘটনার পরে দুটি গাড়িই সড়কের ওপরে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে গাড়ি দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
বিজ্ঞাপন
আরএআর