মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার স্থানীয় এলাকাবাসী ও ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া বাজার কমিটি এ দুই উপজেলার স্থানীয়দের ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হবে সাটুরিয়া-ধামরাই মৈত্রী ব্রিজ।

শনিবার (৫ জুন) বিকেলে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া বাজারের পাশে গাজীখালী নদীর ওপর মৈত্রী সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এবং সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো। 

গাঙ্গুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা মুক্তা, গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন কান্তি রায়, গাঙ্গুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, সাটুরিয়া সদর ইউনিয়ন এবং ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের নিয়মিত যাতায়াত করে থাকে। এজন্য দুই উপজেলার মানুষের যাতায়াতে কষ্ট লাঘব করার লক্ষে এ ব্রিজের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হবে। ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।

ছয় ফুট প্রশস্থ ও ১৪০ ফুট লম্বা এ লোহার ব্রিজটি নির্মাণের জন্য ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এক লাখ এবং সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মজিদ ফটো ৫০ হাজার টাকা সহায়তা করবেন বলে জানিয়েছেন।

সোহেল হোসেন/এমএএস