বাগেরহাটে করোনায় ২ বৃদ্ধের মৃত্যু
বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলায় করোনায় আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। শনিবার (৫ জুন) সকাল ১১টায় মোড়েলগঞ্জ উপজেলার ভাষান্দল গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল ওহাব শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিজ বাড়িতে মারা যান।
এদিকে শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের নুর ইসলাম হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ শুক্রবার (৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিয়ম অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় দুইজনের দাফন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতী কামাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়ার পর ওহাব শেখের শারীরিক অবস্থা বেশি ভালো ছিল না। তারপরে আমরা তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠাই।
তিনি আরও বলেন, ২ জুন করোনা ফলাফল পজিটিভ ও অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করি। কিন্তু তিনি খুলনায় না গিয়ে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছিলেন। সকাল ১১টার দিকে ওহাব শেখ মারা যান।
বিজ্ঞাপন
এদিকে শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা বেগম বলেন, শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নুর ইসলাম নামের এক বৃদ্ধ ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে শুক্রবার রাতে তিনি মারা যান।
তানজীম আহমেদ/এমএসআর