হারানো গরু ফিরে পেলেন ভ্যান চালক
দিকভ্রান্ত হয়ে গরুটি বেওয়ারিশ ভাবে ঘুরছিল- এমন অবস্থায় স্থানীয় রাজমিস্ত্রি জোগারদার সিহাব ও ব্যবসায়ী সুজন গরুটি দেখতে পায়। তারা সন্ধান করতে থাকেন গরুটির মালিক কে। একপর্যায়ে কোনো ওয়ারিশ না পেয়ে গরুটিকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।
শুক্রবার (৪ জুন) বিকেলে ভবানীপুর পার নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেও মালিকের সন্ধান না পাওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন একতা সংসদের কাছে গরুটি হস্তান্তর করা হয়।
পরে একতা সংসদ নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিতে গরুটি হস্তান্তর করেন। একতা সংসদের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরুর মালিকের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেয়। অন্যদিকে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে মাইকিং করা হয় মসজিদে। পার নওগাঁ সর্দার পাড়ার রানা সর্দার নামক এক বাসিন্দা গরুটি নিজের বলে দাবি করেন। তার কথার সত্যতা পাওয়ায় গরুটি হস্তান্তর করেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা।
বিজ্ঞাপন
সিহাব ও সুজন বলেন, শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলাম। এলাকার প্রবেশ পথে দেখি লাল রঙের একটি গরু ঘুরছিল। হয়তবা কোনো বাড়ি থেকে দড়ি ছিঁড়ে ছুটে আসতে পারে। এই ভেবে গরুটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখি। পরে একতা সংসদের সদস্যদের খবর দেই। খবর পেয়ে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা তার অফিসের সামনে গরুটি বেঁধে রাখেন সকাল পর্যন্ত মালিকের খোঁজে।
গরুর মালিক রানা সর্দার বলেন, অনেক খোঁজাখুঁজির পর লোকের মাধ্যমে জানতে পারলাম গরুটি নওগাঁ মাল্টিপারপাসের হেফাজতে রয়েছে। গরুটি পেয়ে আমি আনন্দিত। হারানো গরু ফিরে পেয়ে একতা সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, ভালো লেগেছে গরুটি ফিরে পেয়ে। আমি উপহার দিতে চাইলেও তা গ্রহণ করেনি স্থানীয় সংসদ।
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা বলেন, যেকোনো স্বেচ্ছাসেবী সংসদ সব সময় জনগণের জন্য কাজ করে। স্থানীয় যুবদের সহযোগিতায় হারানো গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এভাবে যুবসমাজ সব সময় অসহায়দের সুখে দুঃখে পাশে থাকবে।
শামীনূর রহমান/এসএসএইচ