সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পৃথকভাবে এ তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে শাহজাদপুরে মাঠে ধান কাটতে ও খড় শুকাতে গিয়ে দুইজন ও উল্লাপাড়ার উধুনিয়া এলাকায় মাঠ থেকে ফিরতে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

উপজেলার চর আঙ্গারু গ্রামের মো. আল আমিন হোসেন ঢাকা পোস্টকে বলেন, শাহজাদপুর উপজেলার কায়েপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ বাবু (২৪) এবং নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত ভোলা পন্ডিতের ছেলে আলহাজ পন্ডিত (৩৭) বিকেল ৫টার দিকে বজ্রপাতে নিহত হন। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোক নেমে এসেছে বলেও জানান তিনি।

নিহত বাবু এ সময় কোনাবাড়ি মাঠে ধান কাটছিলেন এবং বাতিয়া গ্রামের আলহাজ পন্ডিত বাতিয়া মাঠে খড় শুকাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলেও জানান।

এদিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদীঘল গ্রামে বজ্রপাতে ফরিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মো. শাহেদ আলীর ছেলে ও স্থানীয় উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. জলিল প্রামাণিক ঢাকা পোস্টকে বলেন, ফরিদুল আকাশে প্রচুর মেঘ দেখে মাঠ থেকে বাড়ি আসার পথেই বজ্রপাতে মারা যায়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুজ্জোহা ঢাকা পোস্টকে বলেন, শাহজাদপুরে বজ্রপাতে দুইজন মারা গেছে বলে আমি জেনেছি।

শুভ কুমার ঘোষ/এমএএস