ইউসুফ আলী লস্কর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আহমেদ মুসা রঞ্জুর বাবা ইউসুফ আলী লস্কর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। সোমবার (০৭ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১০ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আহমেদ মুসা রঞ্জু বলেন, খুলনার কয়রা উপজেলার গ্রামের বাড়িতে তিনি বসবাস করতেন। গত শুক্রবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

তিনি আরও বলেন, এরপর থেকে তার অবস্থা সংকটাপন্ন হয়। সোমবার ভোরে তাকে নিয়ে পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশে রওনা হয়। পথেই তিনি মারা যান।

সোমবার বাদ আসর কয়রার গুড়িয়াবাড়ি গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গাজীবাড়ি পারিবারিক কররস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সাংবাদিক রঞ্জুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন।

মোহাম্মদ মিলন/এমএসআর