ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (​এসআই) মিন্টু লস্কর এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা ও বালুরচর গ্রামের মুক্তার হোসেনের ছেলে লুৎফুর (৩৫) এবং একই গ্রামের সঞ্জিত দাসের ছেলে সঞ্জয় দাস (২১)।

এসআই মিন্টু জানান, কয়েকদিন আগে ওই এলাকায় একটি বাড়িতে বড় একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। সোমবার বিকেলে ট্যাংকিতে মই দিয়ে নেমে সেন্টারিংয়ের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় বিষক্রিয়ায় ওই শ্রমিক অসুস্থ হয়ে আর উঠতে পারেননি।

তাদের উঠতে বিলম্ব হওয়ায় অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্যাংকি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। 

এইচকে