রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জেলে জাহিদ হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। মঙ্গলবার (৮ জুন) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় জেলে জাহিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ৩৩ হাজার ৭৫০ টাকা।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান, নূরু, আজগর ও সামছুল।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তদার সম্রাট শাহজাহান বলেন, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়ীদের কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকা বিক্রি করে দিই।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা থেকে এখনো বড় বড় আকৃতির মাছ হারিয়ে যায়নি। প্রতিদিনই পদ্মায় বাগাইড়, পাঙাস, কাতল, আইড় ইত্যাদি প্রজাতির মাছ ধরা পড়ছে।

মীর সামসুজ্জামান/এনএ