আরিচায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
যমুনা নদীতে পানিবৃদ্ধি ও উভয় ফেরিঘাট পন্টুন পানিতে ডুবে যাওয়ায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট পারাপার হতে আসা যানবাহনের চালক ও শ্রমিকদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
বুধবার( ৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট (টিএস) আব্দুল রহিম।
বিজ্ঞাপন
ঘাট সূত্রে জানা যায়, যমুনা নদীতে পানিবৃদ্ধি ও পাবনার কাজিরহাট ফেরিঘাট এলাকায় ঘাট পন্টুন পানিতে ডুবে যায় এবং ফেরি থেকে নেমে এপ্রোচ সড়ক দিয়ে ওপরে ওঠার সময় একটি পণ্যবাহী ট্রাকের এক্সসেল ভেঙে যায়। এতে ফেরিতে থাকা অন্য যানবাহনগুলোকে আর আনলোড করা সম্ভব হয়নি। যে কারণে সকাল ৬টা থেকে সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত নৌপথে বন্ধ থাকে ফেরি চলাচল।
ট্রাকচালক আলিম ঢাকা পোস্টকে বলেন, গতকাল মঙ্গলবার (৮ জুন) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ভূসি নিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। বুধবার (৯ জুন) রাত ২টার দিকে আরিচা ফেরিঘাটে পৌঁছে শুনি ফেরি বন্ধ। ঘাট পারের জন্য দীর্ঘ ১৫ ঘণ্টা ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছি। আজকে পার হতে পারবো কীনা বলতে পারছি না।
বিজ্ঞাপন
আরেক ট্রাকের সহযোগী আকাশ ঢাকা পোস্টকে বলেন, কাইলকা রাত ৪টার থ্যাইকা গাড়িতে বসে আছি। সারাদিন গেলে তাও ঘাট পার হইবার পারলাম না। সব ফেরিঘাটে আমাগো সবসময় ভোগান্তিতে পড়তে হয়। এ কাম কইরা যে টেহা পাই তাতে সংসার চালাইতে অনেক কষ্ট হয়। তারওপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাইকা পকেটের টেহাও শেষ হইয়া গেছে। খুব কষ্টে আছি ভাই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে পাবনার কাজিরহাট ফেরিঘাট পন্টুন পানিতে ডুবে যায়। এ কারণে সকাল থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটরে উদ্দেশ্যে যানবাহন বোঝাই করে একটি ফেরি ছেড়ে গেছে।
তিনি বলেন, কাজিরহাটের ঘাট পন্টুন ঠিক থাকলে ফেরি চলাচল স্বাভাবিক থাকত। এ নৌপথে তিনটি ফেরি চলাচল করছে এবং উভয় ঘাট মিলে প্রায় দুই শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে বলে জানান তিনি।
সোহেল হোসেন/এমএএস