বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজন উপসর্গ নিয়ে এবং আরেকজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।  এ সময় ২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস শনিবার (১২ জুন) জানান, নতুন ২০ জন শনাক্ত নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ জন। এর মধ্যে বরিশালে নতুন শনাক্ত একজন নিয়ে মোট ৭ হাজার ১৬৯ জন, পটুয়াখালীতে নতুন দুইজন নিয়ে মোট ২ হাজার ৩৪৩ জন, ভোলায় নতুন ৫ জন নিয়ে মোট ১ হাজার ৯৭১ জন, পিরোজপুরে নতুন ১২ জন নিয়ে মোট ১ হাজার ৭৪৫ জন। 

বরগুনা ও ঝালকাঠিতে নতুন করে কেউ শনাক্ত হয়নি। ফলে বরগুনায় মোট শনাক্ত ১ হাজার ৩০৮ জন এবং ঝালকাঠিতে ১ হাজার ৩৭৬ জন শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বেতাগী পৌরসভা এলাকার বাসিন্দা আফজাল হোসেন (৪৫) করোনা আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগে মোট মারা গেছে ২৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭০ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় (শুক্রবার) শেবাচিমের করোনা ইউনিটে পাঁচজন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি একজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ এবং ৪৮ জন আইসোলেশনে রয়েছে। আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২ দশমিক ৩৪ শতাংশ পজিটিভ এসেছে।

সৈয়দ মেহেদী হাসান/এসপি