কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের ৩ মেয়ে গুরুতর অসুস্থ হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

মৃগা ইউনিয়নের মৃগা পূর্ব পাড়া এলাকার ওই পরিবারের সব সদস্য পটকা মাছ দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে তাদের পেটে বিষক্রিয়া শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং রাত ২টার দিকে এ বিষক্রিয়ায় লনা মালাকার নিজ বাড়িতে মারা যান।

নিহতরা হলেন উপজেলার মৃগা ইউনিয়নের মৃগা পূর্ব পাড়া এলাকার লনা মালাকার (৫০) ও তার স্ত্রী সঞ্চিতা মালাকার (৪০)। গুরুতর অসুস্থ হয়েছেন এই দম্পতির তিন মেয়ে সীমা মালাকার (১৮), তমা মালাকার (১৪) ও প্রিমা মালাকার (৬)।

জানা গেছে, মৃগা ইউনিয়নের মৃগা পূর্ব পাড়া এলাকার ওই পরিবারের সব সদস্য পটকা মাছ দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে তাদের পেটে বিষক্রিয়া শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং রাত ২টার দিকে এ বিষক্রিয়ায় লনা মালাকার নিজ বাড়িতে মারা যান।

পরদিন বুধবার ভোর রাতে স্ত্রী সঞ্চিতা মালাকার (৪০), মেয়ে সীমা (১৮), তমা (১৪) ও প্রিমাকে (৬) প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে  কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সঞ্চিতা মালাকার মারা যান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএ