আটক সৌরভ চৌধুরী

সিলেটে চেকপোস্টে মোটরসাইেকেলে কাগজপত্র দেখতে চাওয়ায় মহানগর পুলিশের ট্রাফিক সদস্যকে পিটিয়েছেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। শনিবার (১২ জুন) দুপুরে নগরের চৌহাট্টায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সৌরভকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। মারধরের সময় সৌরভ নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়।

পুলিশ জানায়, আটক সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। বর্তমানে তিনি পুলিশের কাছে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ওই ট্রাফিক সার্জেন্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হলে সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে সার্জেন্ট জসিম উদ্দিন তাকে বাধা দেন।

এ সময় সৌরভ উত্তেজিত হয়ে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম বেশ আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, সার্জেন্টকে মারধরের ঘটনায় সৌরভ নামের এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। আহত সার্জেন্ট জসিম বাদী হয়ে এই মামলা করেছেন।

তুহিন আহমদ/এমএসআর