বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া বলেছেন, চাঁদপুরের মধ্যে বড়স্টেশন মোলহেডটি মানুষ ইতোমধ্যে পর্যটনকেন্দ্র হিসেবে নিয়ে নিয়েছে। মূলত আমরা এখানে কিছু করতে পারছি না, কারণ এখানে জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। এর নিষ্পত্তি না হলে এখানে কোনোভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে না। মোলহেড পর্যটন এলাকা দখল নিয়ে ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করতে হবে। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা চাচ্ছেন এখানে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হোক। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমরা সমঝোতার মাধ্যমে এই স্থানটিতে সকলকে নিয়ে কাজ করতে চাই।

শনিবার (১২ জুন) দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় পর্যটন স্পট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মো. হান্নান মিয়া আরও বলেন, বড়স্টেশন মোলহেডে এসে দেখি চমৎকার পর্যটনময় একটি এলাকা। কিন্তু রেলের যায়গা হওয়ায় এখানে কিছু করা যাচ্ছে না। জেলা প্রশাসককে আমি দায়িত্ব দিয়েছি, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এখানকার জায়গা নির্ধারণ করা। আমরা এখানে বড় কোনো স্থাপনা তৈরি করবো না। এখানে বসার ভালো স্থান, পর্যটকদের জন্য ছাউনি এবং ভালো খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিশেষ করে মানুষ যাতে এখানে এসে কম খরচে নিরাপদ খাবার খেতে পারে তার ব্যবস্থা করা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়, মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলে চান এখানে পর্যটনময় কিছু তৈরি হোক। আমরা চাই রেল কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করুক। আমরা চাই সমঝোতার মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে কাজটি এগিয়ে যাক।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর  প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর সফিকুল ইসলাম, রেলওয়ে ডিইএন-১ মো. আবদুল হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

শরীফুল ইসলাম/আরএআর