পাবনার কাজিরহাট থেকে মানিকগঞ্জের আরিচা রুটে চলাচলকারী চারটি ফেরির তিনটিই নষ্ট। ফেরি সংকটের কারণে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই পাড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, এই নৌপথে চলাচলকারী চারটি ফেরির মধ্যে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামে দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে শুক্রবার (১১ জুন) থেকে সুফিয়া কামাল ফেরিটিও বিকল হয়ে পড়ে। চারটি ফেরির মধ্যে বর্তমানে একটি ফেরি সচল থাকায় সেটি দিয়ে নদী পারাপার করা হচ্ছে। 

শনিবার (১২ জুন) কাজিরহাট ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে না পেরে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। অন্যদিকে অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। 

পাবনা থেকে ঢাকার যাত্রী সাহাদত আলী বলেন, কাজিরহাট ফেরি ঘাটে কমপক্ষে চার ঘণ্টা পরিবারের সদস্যদের নিয়ে বাসের মধ্যে বসে আছি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্তও ফেরি আসেনি। 

আরেক যাত্রী ফারহান সাদিক ফাহিম বলেন, সোয়া ৭টার দিকে নদীর অনেক দূরে আলো দেখা যাচ্ছে। মনে হয় ফেরি আসছে। 

যাত্রী সাঈদা পারভীন বলেন, ছোট বাচ্চা নিয়ে অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সড়ক পথে অতিরিক্ত যানজটের কারণে একটু দ্রুত যাওয়ার জন্য ফেরি পারাপার হয়ে ঢাকা যাচ্ছি। কিন্তু এখানকার চিত্র একই। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব, এটা নিয়েই টেনশনে আছি। 

যশোর থেকে মালবোঝাই ট্রাক নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে কাজিরহাট ফেরিঘাটে পৌঁছান ট্রাকচালক আসিফ হোসেন।  শনিবার পর্যন্ত অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি তিনি।

ঘাটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ এই চালক বলেন, তিন ঘণ্টার রাস্তার জন্য এখন আমাকে দুই দিন অপেক্ষা করতে হচ্ছে।

আরেক ট্রাকচালক জহির হোসেন জানান, একদিন এক রাত অপেক্ষা করেও তিনি এখনো ফেরিতে ওঠার সিরিয়াল পাননি। ঘাটে যানবাহনের চাপ বাড়লেও ফেরির সংখ্যা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ না নেওয়ায় ঘাট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন জহির।

ঘাট কর্তৃপক্ষের ভাষ্য, আরিচা ঘাটে পন্টুনে ওঠার রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। ফলে সমস্যা আরও বেড়েছে। 

আর বিকল্প ফেরির বিষয়ে কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট থেকে খান জাহান আলী নামে একটি ফেরি নিয়ে আসা হয়েছে। তবে দীর্ঘ যানজট নিরসনে সময় লাগবে।

রাকিব হাসনাত/আরএআর