সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের হাসান গাজীর পরিত্যক্ত ঘর থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) সন্ধ্যায় হাসান গাজীর গোলপাতার ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

হাসান গাজী (২৮) পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের বাসিন্দা। তিনি ৫ বছর ধরে ঢাকাতে অবস্থান করছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, একটি ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সচল রয়েছে। কোনো গুলি পাওয়া যায়নি।

ওসি নাজমুল হুদা আরও বলেন, হাসান গাজী ৫ বছর ধরে বাড়িতে থাকেন না। তিনি ঢাকাতে রয়েছেন। ঘরের মধ্যে অস্ত্রটি কারা রাখলেন বা কীভাবে আসল, সেটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

আকরামুল ইসলাম/এমএসআর