গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ছয় রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন কোভিড পজিটিভ ও চারজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। 

তারা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাজেদা (৫০), ময়মনসিংহ সদরের আব্দুল আওয়াল (৬৫), রাশিদা বেগম (৮৫) ও মোতালেব মিয়া (৪০), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অলক গাগ্রি (৫৫) এবং শেরপুর সদরের জাহাঙ্গীর আলম (৫৩)। 

রোববার (১৩ জুন) বিকেলে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মাজেদা ও আব্দুল আওয়ালের মৃত্যু হয়েছে। এছাড়া মারা যাওয়া অন্য চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ইউনিটটিতে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ৭ জন রোগী। 

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। 

উবায়দুল হক/এমএএস