সোনারগাঁয়ে সরব আওয়ামী লীগ, নীরব বিএনপি
আওয়ামী লীগের সম্ভ্যাব্য প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, মোহাম্মদ হোসাইন, ছগীর আহাম্মেদ, ওসমান গনি (বাম থেকে)
আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। মেয়র পদে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ছয় প্রার্থীর সরব উপস্থিতি দেখা গেলেও নীরবে রয়েছে বিএনপি। এখনো বিএনপির কোনো প্রার্থী নির্বাচনের ঘোষণা দেননি। তবে প্রচারনায় সরব রয়েছে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকত। তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কোনোভাবেই ছাড় দিতে নারাজ জাপা।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভ্যাব্য মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় সম্ভ্যাব্য প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মুজিবুর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহাম্মেদ, গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হওয়া ফজলে রাব্বী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপকমান্ডার ওসমান গনি, ছাত্রলীগের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসাইন।
বিজ্ঞাপন
বিএনপির সম্ভ্যাব্য প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ও উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক সংরক্ষিত কাউন্সিলর রোমা আক্তার। জাতীয় পার্টির একমাত্র প্রার্থী সাংসদ লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকত। তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করবেন।
সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগ গত ৪ ডিসেম্বর প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নিয়ে সম্ভ্যাব্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের জন্য ৪জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন। তবে বিএনপি থেকে এখন পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব করে পাঠায়নি তৃণমূল।
বিজ্ঞাপন
এদিকে, স্থানীয় সাংসদের স্ত্রী মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিনিয়ত আওয়ামী ও জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে নির্বাচনী কর্মীসভা করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে বদ্ধপরিকর বলে জানান তারা। অপরদিকে, জাতীয় পার্টি স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার পৌর এলাকায় ইমেজ ধরে রাখতে সাংসদের স্ত্রী ডালিয়া লিয়াকতকে নাগরিক কমিটির ব্যানারে জয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন তারা।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, আমরা দলীয়ভাবে এখনো কোনো প্রার্থীর নাম পাঠাইনি। তবে কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পরই আমরা দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করে পাঠাবো।
এসপি