রাত ১২টার মধ্যে কাদের মির্জাকে গ্রেফতারের দাবি
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে রাত ১২টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে তিনি এ দাবি জানান।
মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, আমরা প্রশাসনের কাছে কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই আমরা আজ রাত ১২টার মধ্যে কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলব যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। বঙ্গবন্ধু আন্দোলন করে এই দেশ স্বাধীন করেছেন। প্রশাসন যদি রাত ১২টার মধ্যে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কঠিন আন্দোলন করব। তখন আর কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না।
প্রশাসনের উদ্দেশে মঞ্জু বলেন, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আপনারা (প্রশাসন) কি করেন আমাদের কাছে তথ্য আছে। আপনারা সঠিকভাবে আইন প্রয়োগ করুন। আমরা গ্রেফতার হলেও এই আন্দোলন থেকে পিছিয়ে যাব না। যদি ১০০ লাশও পড়ে আওয়ামী লীগের নেতাকর্মী পিছপা হবে না। আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন চালিয়ে যাব।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত পাঁচ মাসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ দুই গ্রুপের সংঘর্ষে ইতোমধ্যে একজন সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও শতাধিক।
হাসিব আল আমিন/এসপি