গোয়ালন্দের চাঞ্চল্যকর নজরুল ও লিপি হত্যা হামলার ৪ আসামি গ্রেপ্তার
রাজবাড়ী জেলার গোয়ালন্দে মুদি দোকানি নজরুল ব্যাপারী (৩২) ও ইরাক প্রবাসী সবুজের স্ত্রী লিপি আক্তার (২৫) হত্যা মামলার সাথে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
বিজ্ঞাপন
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলের পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল (২৪), একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামীম সরদার (২৪), গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সিপাড়া গ্রামের জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার নজরুল হত্যা মামলার তদন্তে পুলিশ মঙ্গলবার গাজীপুর মেট্রোর গাছা থানা এলাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে জয়নাল মাতবরের ভাড়া বাসা থেকে জুলহাস মন্ডলকে গ্রেপ্তার করে। আর বুধবার ঢাকার কামরাঙ্গীরচর থানার আবু সাঈদ বাজার (ভিটা বাজার) এলাকা থেকে শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, গত ১০ আগস্ট উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ ঘর থেকে লিপি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইরাক প্রবাসী সবুজের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় লিপি আক্তারের শ্বশুর বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় সাইফুল মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে অপর আসামি আঙ্গুরী বেগমকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
এই বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নজরুল ও লিপি হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আঙ্গুরী বেগম বাদে বাকি তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ