ড্রেন খুঁড়তেই বেরিয়ে এল ৩৭৯ গুলি
নাটোরে একটি কৃষিজমিতে ড্রেন খোঁড়ার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো উদ্ধারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক আয়নাল হকের জমিটি আফাজ উদ্দিন নামের এক চাষি বর্গা নিয়ে চাষাবাদ করেন। জমি থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি। শ্রমিকরা ড্রেন কাটার সময় মাটি কাটলে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি দেখতে পান। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকলে বেরিয়ে আসে আরও গুলি। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মতিন ঢাকা পোস্টকে জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরি করতে যান। এ সময় দুই তিন ফুট গভীরে থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো বেরিয়ে আসে।
পরে তারা পুলিশকে জানালে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ওসি।
তাপস কুমার/এনএ