নোয়াখালীর বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেফতারের দাবিতে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের চলমান হরতাল আজ (সোমবার) রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে সাড়ে ১০টায় সেতুমন্ত্রীর ভাগনে ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ফেসবুক লাইভে এ ঘোষণা দেন।

তিনি বলেন, কাদের মির্জাকে গ্রেফতারের দাবিতে আমাদের চলমান আন্দোলন আজ (সোমবার) রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করলাম। এর মধ্যে কাদের মির্জাকে গ্রেফতার করা না হলে আন্দোলন কত প্রকার ও কী কী, তা বুঝিয়ে দেওয়া হবে। কত কঠোর থেকে কঠোরতম আন্দোলন করতে হয়, তা-ও দেখিয়ে দেওয়া হবে।

কাদের মির্জাকে প্রশ্ন করে তার ভাগনে মঞ্জু বলেন, আপনি বলছেন আওয়ামী লীগের কর্মীরা নাকি গাড়ি ভাঙচুর করেছে, সেটা কোথায়? তবে আপনি ইতোমধ্যে ৮টি ড্রিমলাইন বাস, ৫৮টা মোটরসাইকেল, বেশ কিছু সবজি ও আমের দোকান ভেঙেছেন, তা সবাই জানে।

মঞ্জু সেতুমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার (ওবায়দুল কাদের) বিষয়ে এখনো মুখ খুলিনি। তবে আমাদের কাছেও অনেক কথা আছে। সময় থাকতে দলকে বাঁচান, দলের কর্মীদের বাঁচান। অন্যথায় এর সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। আপনার ভাইকে সামলান, অথবা পাগলা গারদে পাঠান। তা না হলে জনগণ পিটিয়ে মেরে ফেললে আপসোস করবেন। কারণ, সেমিফাইনাল খেলা শেষ এবার ফাইনাল খেলা খেলব।

প্রশাসনের উদ্দেশে মঞ্জু বলেন, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আপনারা (প্রশাসন) কী করেন, আমাদের কাছে তথ্য আছে। আপনারা সঠিকভাবে আইন প্রয়োগ করুন। আমরা গ্রেফতার হলেও এই আন্দোলন থেকে পিছিয়ে যাব না। যদি ১০০ লাশও পড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছপা হবে না। আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় বসুরহাট বাজারের প্রধান সড়কের ইসলামী ব্যাংকের সামনে মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে এ ঘটনায় কাদের মির্জার গ্রেফতার দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

হাসিব আল আমিন/এনএ