সোনারগাঁয়ে জামায়াত নেতা গ্রেফতার
সোনারগাঁয়ে সফিকুল ইসলাম মোল্লা (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) রাতে নানাখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা ইসলাম মোল্লা সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত আ. লতিফ মোল্লার ছেলে। তিনি রাষ্ট্রবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।
বিজ্ঞাপন
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, ২০১৭ সালে রাষ্ট্রবিরোধী মামলায় এজাহারভুক্ত আসামি সফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাশেদুল ইসলাম ও ইমাম আহাদের নেতৃত্বে নানাখী গ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
শেখ ফরিদ/এসকেডি
বিজ্ঞাপন