আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগ।

সোমবার (১৪ জুন) দুপুরে যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ২ শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করে এই সংগঠনটি।

জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।

শুভ কুমার ঘোষ/এমএসআর